প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ১০:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২১, ৬:১১ এ.এম
নরসিংদীতে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
মনিরুজ্জামান,বার্তা সম্পাদকঃনরসিংদীতে ২০ কেজি গাঁজাসহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৮ জুন) জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই/মোহাম্মদ আমিনুল ইসলাম সঙ্গীয় এএসআই/মোঃ এনায়েত হোসেন ও অন্যান্য ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিকাল সাড়ে পাঁচটায় নরসিংদী শহরের কাউরিয়াপাড়া এলাকার লঞ্চ টার্মিনালের সামনের পাকা রাস্তা থেকে ২০ (বিশ) কেজি গাঁজাসহ চিহ্নিত ০৩ (তিন) মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো ১। সঞ্জু মিয়া (২৪), পিতা-মোঃ আলফাজ, সাং-পায়েশকা, থানা-কটিয়াদী, জেলা-কিশোরগঞ্জ, ২। মোঃ সজিব শেখ (৩২), পিতা-মোরশেদ শেখ, সাং-কুরুয়া, থানা-শ্রীবরদী, জেলা-শেরপুর ও ৩। তাসলিমা (২৭), পিতা-তাহের আলী, সাং-কুরুয়া, থানা-শ্রীবরদী, জেলা-শেরপুর।
উদ্ধারকৃত মাদকের মূল্য ৩ লক্ষ টাকা, জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, নরসিংদী জেলায় মাদকের কোন স্থান নেই মাদক নির্মূলে বদ্ধপরিকর নরসিংদী জেলা গোয়েন্দা শাখা ডিবি।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
Copyright © 2025 নরসিংদীর আওয়াজ. All rights reserved.