সুমন পালঃ
নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নে মানবতার সেবায় ২০২০ সালে গড়ে ওঠা ভোরের আলো মানব কল্যাণ সংগঠন গুটি গুটি পায়ে ৫বছর অতিবাহিত করে এগিয়ে চলছে। এ সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক কাজে অংশ গ্রহণ করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোরের আলো মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে ২৮ রমজান ২৯ মার্চ শনিবার কাঠালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ৫শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, দুধ, আলু, পেয়াজ, পোলাও চাউল, সাবান, তেল, চিনি। ঈদ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ভোরের আলো মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আবুল হাসেম, হাজী মোদাচ্ছের হোসেন রানা, সুবোধ দত্ত, সভাপতি হাজী ইব্রাহিম মোল্লা, সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন কাদির, সহ সভাপতি মোঃ ইলিয়াছ, জাকির হোসেন, সাধারণ সম্পাদক রাকিবুর রহমান মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, শাহাদাত হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ প্রধান, অর্থ বিষয়ক সম্পাদক হাজী শাহাদাত হোসেন, আল আমিন সরকার, সহ অর্থ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী ইলিয়াস, কার্যকরী সদস্য মতিউর রহমান, মোঃ বাছেদ, মোঃ কামাল, মোঃ আজাহার, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, মনির হোসেন, শাহিন সুমন, হাজী আলী হোসেন, নজরুল ইসলাম, মোঃ ইলিয়াস, সদস্য তাইজুল ইসলাম, জাকির হোসেন, সুমন সরকার প্রমুখ।