সুমন পালঃ
গত ২৭ ফেব্রুয়ারী সকাল ১১টায় নরসিংদী পল্লি বিদ্যুৎ সমিতির সদর অফিস হলরুমে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর নির্বাহী কমিটির পরিচালকদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন শোয়াইব আহমেদ মোল্লা, সহ সভাপতি মাসুদুর রহমান, সচিব আসাদুজ্জামান ভূইয়া, কোষাধ্যক্ষ নাজমা আক্তার। নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক মোঃ সাদ্দাম হোসেন ও নরসিংদী পল্লি বিদ্যুৎ সমিতি ১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার আবু বক্কর শিবলী। নব নির্বাচিত নেতৃবৃন্দরা বলেন, সকল এলাকা পরিচালক, গ্রাহক সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ কে গ্রাহকদের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। সমিতির অন্যান্য সদস্যরা হলো মোঃ ইব্রাহিম মিয়া, মোঃ কামরুল মাষ্টার, নজরুল ইসলাম, আমির হোসাইন গাজী, এস.এম আমজাদ হোসেন, শারমিন ও সালমা বেগম।