স্টাফ রিপোর্টারঃ
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিরদীয়া বাজারে আনোয়ারা বেগম এর সাইনবোর্ড লাগানো দোকান দখল নিতে আবুল কাশেম এর নেতৃত্বে একদল সন্ত্রাসী হুমায়ুন কবির লাভলুর উপর হামলা চালায়। এতে লাভলুর মাথা ফেটে যায় ও ডান হাতের আঙুল ভেঙ্গে যায়। সেই সময় বাঁধা দিতে গেলে গেলে তার মামা জসিম উদ্দিন কে পিটিয়ে আহত করা হয়। হামলায় আহত লাভলুর বড় ভাই ইটালি প্রবাসী ওমর ফারুক হোসেন এ বিষয় বলেন, আবুল কাশেম হলো চিহ্নিত সন্ত্রাসী সে আওয়ামী লীগের আমলে অনেক মানুষের জমি দখল করেছে তার সাথে সব সময় একদল সন্ত্রাসী থাকে শুধু তাই নয় মানুষ কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে চাঁদা দাবি করে, চাঁদা দিতে পারলে মামলা তুলে নেয় আর না হয় জেল হাজতে পাঠায়। তিনি আরও বলেন, আমার ছোট হুমায়ুন কবির লাভলুকে পিটিয়ে আহত করেছে এবং মিথ্যা মামলা দিয়ে আমার ভাইকে জেল হাজতে পাঠিয়েছে। সন্ত্রাসী আবুল কাশেম আমার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করছে যদি আমি এই টাকা দেই তাহলে আমার ছোট ভাই এর নামে যে মামলা করেছে তা উঠিয়ে নিবে না হয় নিবে না। আমাদের দোকান ও ভাংচুর চালিয়ে সব কিছু ভেঙে ফেলেছে।
আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই এটার যেনো সুস্থ বিচার পাই আমি।