মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের তারুন্যের উৎসব
সুমন পালঃ
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এ স্লোগানে মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে দুইদিন ব্যাপী তারুন্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে ২২জানুয়ারী বুধবার। উৎসবকে ঘিরে অত্র প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা স্থানীয় ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতি ও শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি প্রদর্শনের জন্য বিভিন্ন স্টল সাজিয়ে বসে। আগত দর্শনার্থীরা তা দেখে মাধবদীর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা নেন। তারুণ্যের উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি শিরীন সুলতানা।মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হারুনূর রাশীদ শাহ ফকির এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন আনু। এছাড়াও সমাজ সেবক এহতেশামুল হক মাসুম মিয়া, সহকারী প্রধান শিক্ষক মিল্টন কুমার সাহা, সিনিয়র শিক্ষক হাসান আলী মিয়া, সহকারী অধ্যাপক নিগার সুলতানা খানম, শামীমা জাহান, অভিভাবক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসবকে ঘিরে দেশাত্মবোধক সঙ্গীত, দলীয় নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়।