মনিরুজ্জামান নরসিংদীঃ মাধবদীতে বিরামপুর ৪ নং ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় বিরামপুর নাইট রাইডার্সকে ৬০ রানের ব্যবধানে পরাজিত করে বিরামপুর রয়েলস বিজয়ী হয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর পর্যন্ত মাধবদী সতী প্রসন্ন উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে বিরামপুর নাইট রাইডার্স টসে জিতে ফিল্ডিং বেছে নেয়।
তাদের প্রতিপক্ষ বিরামপুর রয়েলস টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করে বিরামপুর নাইট রাইডার্সকে ২০৩ রানের টার্গেট ছুড়ে দেয়।
জবাবে বিরামপুর নাইট রাইডার্স ১৮ ওভারে ১৪২ রান করে অল আউট হয়ে যায়। ফলে বিরামপুর রয়েলস ৬০ রানের বিশাল ব্যবধানে বিজয়ী হয়ে ফাইনালে উত্তীর্ণ হয়।
মাধবদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ ফরিদ'র সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ও মর্নিং সান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন, বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও সমাজ সেবক মাহে আলম চৌধুরী ও মিজানুর রহমান প্রধান।
এসময় অন্যান্যের মধ্যে হায়দার আলী, বাবু রতীশ চন্দ্র দেবনাথ, মুসলেহ উদ্দিন, কামরুল ইসলাম ও নজরুল ইসলাম সানী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।