একজন মুর্মূষু করোনা রোগীর জন্য জরুরি ভিত্তিতে ও পজেটিভ রক্তরে প্লাজমা প্রয়োজন।
করোনায় আক্রান্ত হয়ে যারা সুস্থ হয়েছেন। এবং বর্তমানে করোনা রিপোর্ট নেগেটিভ এমন ব্যক্তিদের মাঝে যাদের রক্তের গ্রুপ ‘ও’ পজেটিভ তাদের সদয় সহযোগিতা কামনা করছি। রোগীর ছেলে মোহাম্মদ মাসুম বলেন,আপনার এক ব্যাগ রক্ত যদি একটি জীবন বাঁচানোর উপলক্ষ হয় অবশ্যই আপনি দুনিয়া ও আখেরাতে প্রতিদান পাবেন। আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো।
যোগাযোগরে ঠিকানা :মোবাইল- ০১৭ ৫৩৫০ ৫৫৮৭,(শিমুল) রেডিক্যাল হসপিটাল উত্তরা,৩৫, শাহ মখদুম এভিনিউ, সেক্টর-১২, উত্তরা ১২৩০ ঢাকা,ঢাকা ডিভিশন,বাংলাদেশ । সংবাদ বিজ্ঞপ্তি ।