মনিরুজ্জামান, নরসিংদীঃ: নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে দৈনিক জবাবদিহি পত্রিকার পলাশ উপজেলা প্রতিনিধি শাহ্ বোরহান মেহেদীকে সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর কবিরকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক মানবকন্ঠের হাজী জাহিদ হোসেন, দৈনিক স্বাধীন সংবাদের আনোয়ার হোসেন আনু, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক আমাদের অর্থনীতির মাহবুব সৈয়দ, সহ-সাধারণ সম্পাদক গণটিভির শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক একুশে সংবাদের সাব্বির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক দৈনিক নাগরিক ভাবনা'র নাজমুল হক মনি, সাহিত্য,সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দৈনিক সংবাদের এস কে দেবনাথ সমীর, অর্থ সম্পাদক দৈনিক ভোরের পাতার আনিসুর রহমান আনিস, দপ্তর সম্পাদক বেঙ্গল টিভির পারভেজ আহমেদ, প্রচার সম্পাদক দৈনিক বাংলাদেশ খবরের মামুন শাহ্ পিংকু, আইন বিষয়ক সম্পাদক দৈনিক সময়ের কন্ঠের মঞ্জুর হোসেন খাঁন, তথ্য ও গবেষনা সম্পাদক দৈনিক ফিনান্সিয়াল পোস্টের কামরুল খাঁন।
সদস্য হলেন, নরসিংদী বাণীর এস.এম হাবিবুল্লা, দৈনিক বাংলাদেশ খবরের নাজমুল হাসান, দৈনিক যুগান্তরের খায়রুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচারের নোমান আহমেদ রাজা ও দৈনিক যুগযুগান্তরের হারুন-অর-রশীদ।