মনিরুজ্জামান, নরসিংদীঃ মাধবদীর আনন্দীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ হেলাল উদ্দিন নামে এক ভুক্তভোগী পরিবারকে জোর পূর্বক জমি বিক্রি করতে বাধ্য করতে না পেরে তার চলাচলের রাস্তায় গেইট লাগিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি সহ বাড়ীর সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে।
এঘটনায় মোঃ হেলাল উদ্দিন (৬০), বাদি হয়ে একই এলাকার মৃত পান্ডব আলীর ছেলে মোঃ সালাম (৪৫), মোঃ সোহরাব (৩৮) ও মোঃ সেলিম (৪২) এর নামে মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীগন জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হেলাল উদ্দিন ও তার পরিবারের লোকজনের সাথে শত্রুতা পোষণ করে আসছে। এরই জের ধরে গত ০৩/০৬/২০২৪ ইং তারিখ সকাল সাড়ে আটটার দিকে বাদির নিজ জমিতে সীমানা প্রাচীর নির্মান কাজ শুরু করার উদ্দেশ্যে নির্মান সামগ্রী আনার চলাচলের পথ গেইট বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণে বাধা প্রদান করে।
বাদী নির্মান কাজে বাধা দেওয়ার কারন জিজ্ঞাসা করলে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করতে উদ্যত হয়।
বিবাদীদের কাছে এব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইতোপূর্বে মাপজোকের পর বাদি পক্ষ সীমানার ইট তুলে ফেলে দেয়। তাই কোরবানির ঈদের পর পুনরায় মাপজোক করে বিষয়টি সমাধান করা হবে বলে জানান তারা।
এলাকাবাসী জানান, ইতোপূর্বে ও তাদের মধ্যকার জমি সংক্রান্ত বিরোধ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ একাধিক বিচার সালিশের মাধ্যমে উভয় পক্ষের জমি মাপজোক করে সীমানা নির্ধারন করে দেয়। সীমানা নির্ধারন হওয়ার পর বিবাদীগন তাদের নিজ সীমানায় বাড়ীঘর নির্মান করে ভোগ দখলে রয়েছেন।
বাদির জমি জোরপূর্বক তাদের কাছে বিক্রি করতে বাধ্য করার জন্যই বিবাদী পক্ষ পরিকল্পিতভাবে এসব করছে বলে জানান যারা।
এঘটনায় যে কোন সময় বড় ধরনের সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই এব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন তারা।