নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর পশ্চিম পাড়া গ্রামের একটি মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে গুম করার অভিযোগ উঠেছে ধনায়া গ্রামের ইসমাইল মেম্বারের ছেলে কাইয়ূমের বিরুদ্ধে। গত ৭ই মে বিকাল ৩ টায় জয়নগর পশ্চিম পাড়া গ্রাম থেকে ওই মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যায় কাইয়ুম এমন অভিযোগ করেন ভুক্তভোগীর পিতা।
অভিযোগের বিষয়ে জানতে প্রতিবেদক ইসমাইল মেম্বারের বাড়িতে গেলে মেম্বার ও তার ছেলেকে খুঁজে পাওয়া যায়নি। তার স্ত্রী জানান, গত কিছুদিন আগে একই উপজেলার বাঘাব ইউনিয়নের নাওহালা গ্রামে পারিবারিক ভাবে বিয়ে করান ছেলে কাইয়ুমকে। বিয়ের প্রায় ২৫ দিন পর সাবেক প্রেমিকাকে নিয়ে বাড়ি ছাড়া কাইয়ুম।
তবে মেয়ের পরিবারের অভিযোগ কাইয়ুম তাদের মেয়েকে নিয়ে গুম করে রেখেছে। এ ব্যাপারে শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান ভুক্তভোগীর পিতা।
এ ব্যাপারে জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাদিম সরকারের বক্তব্য নিতে গেলে তিনি বলেন, কাইয়ুম বিবাহিত হয়েও অবিবাহিত মেয়েকে তুলে নেয়ার ঘটনা খুবই লজ্জাজনক। এই বিষয়ে আমি অবগত আছি। কিন্তু ছেলের পিতা টাকার গরম দেখিয়ে এখনো এর ফয়সালা করছেন না।