সুমন পালঃ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪এ নরসিংদী জেলার শ্রেষ্ঠ কলেজ মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ এবং শ্রেষ্ঠ অধ্যক্ষ মোঃ হারুনূর রাশীদ শাহ্ ফকির নির্বাচিত হওয়ায় আজ ১২মে রবিবার সকালে আনন্দ র্যা লী অনুষ্ঠিত হয়েছে।সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস থেকে বাদ্যযন্ত্র ও প্লে-কার্ড সম্বলিত র্যা লীটি বের হয়ে মাধবদী শহরের বিভিন্ন গলিপথ প্রদক্ষিণ করে পুনরায় স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের টানা দুইবারের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার মান বৃদ্ধির সাথে সাথে নরসিংদী জেলার পরপর দুই বার ও নরসিংদী সদর উপজেলার পরপর তিনবার শ্রেষ্ঠত্ব অর্জনের ধারাবাহিকতায় এ আনন্দ র্যা লী করা হয়। আনন্দ র্যা লীতে উপস্থিত ছিলেন মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি আলাউদ্দিন আল আজাদ, দাতা সদস্য মনিরুজ্জামান ভূইয়া, মাধবদী পৌরসভার কাউন্সিলর গৌতম ঘোষ, গভর্ণিং বডির অভিভাবক সদস্য নিরঞ্জন সাহা, ইব্রাহিম মিয়া বাবুল, মোহাম্মদ কাদির মোল্লা, সাবেক গভর্নিং বডির সদস্য ও মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মোঃ মাসুদ মিয়া, কলেজ শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আবদুল ওয়াদুদ, মোঃ হাসান আলী, মোসাঃ আফসানা, অধ্যক্ষ ও সদস্য সচিব মোঃ হারুনূর রাশীদ শাহ্ ফকির।