নরসিংদী প্রতিনিধিঃ দেশের ঐতিহ্যবাহী পাইকারী কাপড়ের বাজারে একদল সন্ত্রাসী কর্তৃক দোকান ঘড়ে জোড় পূর্বক তালাবদ্ব করে দেয়ার ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দোকান ভাড়া নেয়া ব্যাবসায়ীরা। ঘটনার আইনগত সহায়তা পাওয়ার জন্য নরসিংদী মডেল থানায় অভিযোগ দায়ের করছেন ভোক্তভোগী। জানাযায়, নরসিংদী সদর উপজেলার শেখেরচর গ্রামের শহীদুল্লা বাহারের স্ত্রী কোহিনুর আক্তার (৪০) নরসিংদী সদরউপজেলার মধাবদী থানার ভগিরথপুর গ্রামের মৃত আবুল হোসেন ভূইয়া পুত্র মোঃ শাহীন হোসেন ভূইয়া (৫৮) ও তার দুইপুত্র শুভ (৩৮) সাফিম ও অজ্ঞতনামা আরো ২০/২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বাদী দাবী করেন বিবাদীরা উচ্ছৃঙ্খল, সন্ত্রাসী ও লোভী প্রকৃতির । গত ২৩ এপ্রিল বিকাল সাড়ে চারটায় শেখেরচর বাজারে বিবাদীরা সহ তাহাদের অজ্ঞাতনামা ২০/২৫ জন সন্ত্রাসী লোকজন দেশীয় অস্ত্র-সন্ত্র নিয়া আসিয়া তাদের দোকানে থাকা কর্মচারীদের বাহিরে বের করে দিয়া প্রায় ৩,০০,০০০/(তিন লক্ষ) টাকার মালামাল লুটপাট করিয়া নিয়াগিয়া দোকান ঘড় অবৈধ ভাবে জোর-পূর্বক সার্টার বন্ধ কওে তাহারা তালা দিয়া চলে যায়। পরে বাদী ও তার স্বামী খবর পাইয়া বিবাদীদের অবৈধ ভাবে তালা দেওয়ায় তাদের খুলে দিতে বলিলে তারা বাদীকে হত্যা করিয়া নদীতে লাশ ভাসাইয়া দিবে মর্মে হুমকী ধামকী প্রদান করে। । বিবাদীদের এহেন কর্মকান্ডে বাদী আতংকিত ও নিরাপত্তা হিনতায় ভুগতেছে বলে দাবী করেন। বাদী অভিযোগে বলেন তিনি শেখেরচর বাজারে এক খন্ড জমি ইজারা নিয়া সরকারকে নিয়মিত ইজারা প্রদান করিয়া আসিতেছে । বিবাদীরা পূর্ব হইতে তার উক্ত দোকান ঘড় জোর-পূবর্ক দখলের অপচেষ্টা চালিয়ে আসছিল। নরসিংদী থানায় অভিযোগ দায়ের হলে তদন্ত পূর্বক ব্যাবস্থা নেয়ার জন্য শেখেরচর পুলিশ ফাড়ির এস আই নাহিদকে দায়ীত্ব দেয় । এস আই নাহিদ জানান অভিযোগের বিষয়টি তদন্তনাধীন রয়েছে।