সুমন পালঃ বাংলাদেশ আনসার ও ভিডিপি একটি বাংলাদেশী আধাসামরিক বাহিনী। বাহিনীটি দেশের অভ্যন্তরীন নিরাপত্তা, গুরুত্বপূর্ণ ব্যাক্তির নিরাপত্তা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, মোবাইল কোর্ট পরিচালনা করা, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় সরকার ও অন্যান্য বাহিনীকে সহায়তা প্রদান করে। এ বাহিনীকে আরো শক্তিশালী ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্য়ায়ে প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তি বৃদ্ধি করছে। এরই ধারাবাহিকতায় গত ২৭মার্চ ২০২৪ তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলার নতুন জেলা কমান্ড্যান্ট হিসেবে যোগদান করেছেন ৩৬তম (বিসিএস) মো. জাহিদুল ইসলাম। এসময় সদ্য যোগদানকৃত জেলা কমান্ড্যান্ট মো. জাহিদুল ইসলাম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান নরসিংদী জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ সাজ্জাদ হোসেন সেলিম, সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ আমির হামজাহ্, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা ও ভিডিপি সদস্য বৃন্দ।