সুমন পালঃ
নরসিংদী জেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া চাকশাল গ্রামে মমতাজ-আনোয়ারা ট্রেনিং ইনস্টিটিউট মাঠে ২৭মার্চ বিকেলে ৭দিন ব্যাপী নারী উদ্দোক্তাদের বস্ত্র মেলার উদ্বোধন করা হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সংসদীয় সদস্য ড. ইঞ্জি. মাসুদা সিদ্দিক রোজী পিইঞ্জ, এমপি এর আয়োজনে মেলার উদ্বোধন করেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম তালেব হোসেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী সহ বিভিন্ন নেতৃবৃন্দ। নরসিংদী উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর নারী উদ্দোক্তা এডমিন প্যানেলের সাবরিনা সরকার ও আয়েশা আক্তার পলির তত্বাবধানে হাতে তৈরি খাবার, থ্রি-পিছ, বিছানার চাদর, হস্ত শিল্প সহ বিভিন্ন জিনিস নিয়ে ৪০জন উদ্দোক্তা মেলায় অংশ গ্রহণ করে। উদ্দোক্তারা হলো রংয়ের হাড়ি, আদিবা কালেকশন, নানাবিধ, শাড়ি ক্যানভাস, টি-ষ্টাইল জোন, এন.কে ফ্যাশন এন্ড এন.কে ফুড, জি এস এম ফুড এন্ড ফ্যাশন, ফ্যাশন ডিজাইন, নয়ন তারা ফ্যাশন, ভ্যানিলা কেক ক্লাব, আফরাস ফ্যাশন, বিসমিল্লাহ কর্নার ফুড শপ, মৌসুমি ফ্যাশন, এস এ অনলাইন হাউজ, বিউটি কেয়ার এন্ড হাফসা, ড্রেস আপ কালেকশন, সাজেদা কালেকশন, তানিশা ফ্যাশন হাউস, বি এ কালেকশন, বেবি জোন, আখি ফ্যাশন, ঋতুশ্রী কালেকশন, পিয়াসী ফ্যাশন।