সুমন পালঃ মাধবদী পৌরসভার আয়োজনে ৩মার্চ রবিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় উদ্যোক্তাদের হাতে তৈরী দৈনদিন ব্যবহৃত পন্যের সমারোহ নিয়ে বাহারি ষ্টলের পসরা বসে। মেলায় ত্রিশটির অধিক ষ্টল বসানো হয়। নারী উদ্যোক্তা মেলায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মো: মোশাররফ হোসেন প্রধান মানিক। নারী উদ্যোক্তা পরিষদের সভাপতি ও শাম্মী’স কিচেন এর স্বত্বাধিকারী ফারজানা তাবাচ্ছুম শাম্মী এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার কাউন্সিলর দেলোয়ার হোসেন, মো: নওশের আলী, বাবুল ভূইয়া, মহিলা কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, পিয়ারা বেগম, নারী উদ্যোক্তা পরিষদের সহসভাপতি রনি আক্তার, সারাবান তাহুরা, সাধারণ সম্পাদক অনিতা শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক সুবর্না আক্তার বন্যা, হাসনা হেনা, অন্যান্য সদস্য রাহিমা ইতি, সুরভী, সোনিয়া আফরিন, মাসুমা আক্তার প্রমুখ। আগামীতে সপ্তাহ ও মাসব্যাপী নারী উদ্যোক্তা মেলার আশা প্রকাশ করেন নারী উদ্যোক্তা পরিষদের সভাপতি।