সুমন পালঃ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশের বিচারিক ব্যবস্থায় সঠিক তদন্ত উপহার দেওয়ার জন্য নিরন্তর কাজ করে চলেছে। সঠিক তদন্ত করার পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৬টায় নরসিংদী জেলার পলাশ থানাধীন ঢাকা-নরসিংদী মহাসড়কের ভাগদী গ্রামের ট্রেক্স হারবাল লিঃ এর সামনে এনা পরিবহন লিঃ ও একটি কাভার্ড ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ৮/১০ জন যাত্রী আহত হন এবং উভয় পরিবহনের চালক ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন। উক্ত দুর্ঘটনায় নিহত এনা পরিবহনের চালক কিশোরগঞ্জ জেলার পাবইকান্দি গ্রামের নিজাম উদ্দিন এর ছেলে শহিদ(৪১) এবং কাভার্ড ভ্যানের চালকের লাশ অজ্ঞাতনামা হওয়ায় থানা পুলিশ মৃতব্যক্তির পরিচয় সনাক্তের জন্য নরসিংদী পিবিআই কে সংবাদ প্রেরণ করে। সংবাদ পেয়ে তার নাম পরিচয় সনাক্তের জন্য পিবিআই, নরসিংদীর পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর সার্বিক নির্দেশনায় অত্র ইউনিটের ক্রাইমসিন টিমের সদস্য এসআই (নিঃ), আবু জাফর, এসআই (নিঃ) আশরাফ, কং/ সাইফুর রহমান ও ড্রাইভার ওসমান গনি প্রয়োজনীয় ক্রাইমসিন সরঞ্জামসহ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মৃত অজ্ঞাতনামা লাশের পরিচয় নিশ্চিত করার জন্য ডিজিটাল ফিংগার প্রিন্ট সংগ্রহ করে পিবিআই ডিজিটাল ফরেনসিক ল্যাবে প্রেরণ করে। পিবিআই ডিজিটাল ফরেনসিক ল্যাবের সহায়তায় পিবিআই, নরসিংদীর ক্রাইমসিন টিম অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়। ফিঙ্গারপ্রিন্টের সূত্র ধরে জানা যায় যে, নামঃ মাহফুজুর রহমান (৪৫), পিতা- আতিয়ার রহমান,
সাং- হাজিপাড়া, থানা- গাবতলী, জেলা- বগুড়া।
এ বিষয়ে পিবিআই নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব এনায়েত হোসেন মান্নান বলেন, নরসিংদী জেলায় সংঘটিত যেকোন অপরাধ দমনে বৈজ্ঞানিক পন্থায় অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় সঠিক তদন্ত করে সত্য প্রতিষ্ঠায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী সার্বক্ষণিক তৎপর আছে। পাশাপাশি যেকোন অপরাধের সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারে নিশ্চিত করনে আমরা বদ্ধপরিকর।