এম.শরীফ হোসেন: ৭ই জানুয়ারী রোববার অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ইং এর নির্বাচনে নরসিংদী -২ পলাশ আসনটিতে তৃতীয়বারের মতো নৌকা প্রতিক নিয়ে এমপি নির্বাচিত হয়েছেন আনোয়ারুল আশরাফ খান দিলিপ। এবার পলাশের মোট ভোট কেন্দ্র ছিলো ৩১টি এবং প্রাপ্ত কেন্দ্রের ফলাফল ৩১টি। এবার এই আসনে মোট ভোটার ছিলো ১৭৯৭৯২ জন এবং ভোট পড়েছে ৬০৮৫২টি। এর মধ্যে নৌকা প্রতিকে পেয়েছে ৫৬৫০৮টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এ এন এম রফিকুল আলম সেলিম লাঙ্গল প্রতিকে পেয়েছে ৩৫৩৭ টি ভোট। এবং ১৬৮২ টি ভোট বাদ পড়েছে। বাকী ভোট পেয়েছে অন্যান্যরা। সব মিলিয়ে এ আসনে ভোটের হার পড়েছে ৩৪.৭৮%। উল্লেখ্য যে, দুপুরের দিকে ভোটে অনিয়মত ও কারচুপির অভিযোগ এনে জাতীয় পার্টির এ এন এম রফিকুল আলম সেলিম নির্বাচন বয়কট করেন।