সুমন পালঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২(পলাশ) আসনের আমদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পলাশ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব আনোয়ারুল আশরাফ খান দিলীপ এর সমর্থনে আমদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার হেলাল উদ্দিন এর আয়োজনে আমদিয়া বাজারে আজ ৩১ ডিসেম্বর রবিবার বিকেলে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সিরাজ উদ্দিন। আমদিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল রশিদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মোঃ সামসুল আলম বাচ্চু, আমদিয়া ইউনিয়ন মৎসজীবি লীগের সভাপতি মোঃ মাসকুর রহমান, মোঃ জাকির হোসেন মাষ্টার, মোঃ জামাল উদ্দিন, সমাজ সেবক হেকমত আলী, জসিম উদ্দিন, আইয়ুব মিয়া, আনোয়ার হোসেন সহ অত্র ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার হাজারো নেতাকর্মী।