সুমন পালঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী সদর-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কামরুজ্জামান কামরুলের ঈগল পাখি মার্কার সমর্থনে নুরালাপুর ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নুরালাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব কামরুজ্জামান কামরুল। আরো বক্তব্য রাখেন মাধবদী পৌর মেয়র ও মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক, নুরালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সানাউল্লাহ মোল্লা, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রাজিব মিয়া, করিম মেম্বার, তজিম উদ্দিন তমু, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফার, মকবুল মেম্বার, নরসিংদী পৌর সভার কাউন্সিলর সহ উঠান বৈঠকে হাজারো নারী পুরুষ উপস্থিত হয়ে ঈগল প্রতিকের প্রার্থীকে সমর্থন জানান।