সুমন পাল, নরসিংদী প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে প্রার্থীদের গণসংযোগ। এরই ধারাবাহিকতায় নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার দৌলতপুর এলাকায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ (নৌকা প্রতীক) এর নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য প্রদানের এক পর্যায়ে দৌলতপুর ইউনিয়ন ছাত্র লীগের আহবায়ক নাদিম মাহমুদ বলেন, আমাদের ভিতর থেকে যদি আপনারা বীরু'র নির্বাচন করেন, আমার প্রিয় এমরান ভাই একটি কথা বলেছেন, একদম সমান বানিয়ে ফেলবো, ঠিকই আমরা দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগ, যারা বীরু'র নির্বাচন করবে আমাদের ভিতর থেকে তাদের কিন্তু এক জনেরও অস্তিত্ব থাকবে না....। এমন উস্কানিমূলক বক্তব্যের কারণে মনোহরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদি হয়ে মনোহরদী থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর মনোহরদী থানা পুলিশ নাদিম মাহমুদ(২৮) কে আটক করে। মামলা নং ০৯।