সুমন পালঃ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি- জামায়াত ও সমমনা দলগুলোর ৫ম দফায় বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ঘন্টা অবরোধ চলাকালে ২য়দিনে নৈরাজ্যের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের সারা দেশে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর মাধবদীতে মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাধবদী পৌর মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক এর নেতৃত্বে আজ ১৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ডে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এসময় অবস্থা কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক রাজিব মিয়া, মাধবদী থানা শ্রমিক লীগের সভাপতি আনিসুর রহমান সোহেল, মাধবদী শহর শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান, সাধারণ সম্পাদক মাছুম পারভেজ, মাধবদী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মোজাম্মেল মিয়া, মাধবদী পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল ভূঁইয়া, মাধবদী পৌরসভা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মাধবদী পৌরসভা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী খবির উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক শেফাল সূত্রধর, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারদ মনিদাস, তাতীলীগ নেতা সামস সুমন, আওয়ামী লীগ নেতা আদেল মিয়া, সেচ্ছা সেবক লীগ নেতা জুয়েল প্রধান সহ মাধবদী শহর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী।