সুমন পালঃ আজ ৮নভেম্বর বুধবার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধ, হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ হয়েছে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে। মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজাহার অমিত প্রান্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী -২ পলাশ আসনের সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। সময় আরো উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়নের আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য বেলায়েত হোসেন বিল্লাল, মাধবদী থানা আওয়ামী লীগের সদস্য আ.ফ.ম সাঈদ হাসান কাজল, নরসিংদী সদর উপজেলা যুবলীগ নেতা গিয়াসউদ্দিন, মেহেরপাড়া ইউপি সদস্য আতাউর ভূইয়া, মেহেরপাড়া ইউনিয়নের সাবেক সদস্য সুঞ্জিত সেন গুপ্ত, মেহেরপাড়া ইউনিয়নের ইউপি সদস্য দানিছুর রহমান দানা, সেলিম মেম্বার, মেহেরপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, নেতা কর্মী উপস্থিত ছিলেন।