সুমন পালঃ “পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্য নিয়ে নরসিংদী জেলা পুলিশ এর আয়োজনে ৪ নভেম্বর শনিবার নরসিংদী পুলিশ লাইনস্ প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম)। অনুষ্ঠানে নরসিংদী জেলার বিভিন্ন কমিউনিটি পুলিশিং শাখার মধ্যে থেকে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট অর্জন করেন মাধবদী থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন ভূইয়া। শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট অর্জন করেন রায়পুরা থানার এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুল হালিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম, শিবপুর উপজেলা কমিউনিটি পুলিশের সদস্য সচিব সামছুল আলম রাখিল, মাধবদী থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন ভূইয়া, রায়পুরা থানার এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুল হালিম, নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) অনির্বান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) এস.এ.এম ফজলে খুদা। আরো উপস্থিত ছিলেন মাধবদী থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক বেনুজির আহমেদ, নরসিংদী মডেল থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) শামছুল আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে.এম শহিদুল ইসলাম সোহাগ, নরসিংদী সদর থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূইয়া, মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান, মনোহরদী থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন, ঘোড়াশাল পুলিশ ফাড়ির ইনচার্জ মো: তরিকুল ইসলাম প্রমূখ।