সুমন পালঃ দেশের বৃহত্তম পাইকারী কাপড়ের বাজার শেখেরচর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত ১১টার দিকে বাজারের সাটিং পট্টিতে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শেনে আসেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। পরিদর্শন কালে তিনি বলেন আমরা তদন্ত কমিটি গঠন করেছি, কিসের থেকে আগুনের সূত্রপাত তা তদন্তের মাধ্যমে বের করে দ্রুত তদন্ত কমিটিকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য লে. কর্নেল (অব) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতিক, নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এফবিসিসিআই পরিচালক মোঃ আলী হোসেন শিশির, শিলমান্দী ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন মিয়া, জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, শেখেরচর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান ভূইয়া সহ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের সদস্যরা। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলো মোশাররফ হোসেন(সিআইপি), মোঃ মনিরুজ্জামান, মহিউদ্দিন গং, নুরুজ্জামান গং, হাজী করিম, গিয়াসউদ্দিন, হাবিবুর রহমান, আলহাজ্ব জিয়াউদ্দন, আক্কাস মিয়া সহ শতাধিক দোকান মালিক।