মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ অক্টোবর সকাল ১০টায় মাধবদী ওপেন কিচেন এন্ড ক্যান্ডল পার্কে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন এম.এ রশিদ মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব কাজী মেহবুব ইয়াছিন সৃজন। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মোঃ মারুফ মিয়া, মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হারুনুর রশীদ শাহ ফকির, পাঁচরুখী হাজী সাহেব আলী ফকির উচ্চ বিদ্যালয়, নবধারা মডেল হাই স্কুলের পরিচালক মোঃ জসিম উদ্দিনপ্রমূখ। উল্লেখ্য নরসিংদী জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে ১৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫