মকবুল হোসেন মাধবদী নরসিংদী প্রতিনিধি ঃ গত ২৯ সেপ্টেম্বর রাত সোয়া এগারো টয় সেকোরচর বাবুর হাটের বণিক সমিতির গলির পাইকারী কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। প্রায় সাড়ে তিন ঘন্টা ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট চেষ্টার পর ও এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারে নাই। এখনো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। বণিক সমিতির কর্মকর্তা ও স্থানীয়দের সাথে আলাপে জানা যায় রাত সোয়া এগারো টায় দোকানে আগুন দেখা ফায়ার সার্ভিসে খবর দেয়। এই ভয়াবহ অগ্নিকান্ডে বণিক সমিতি গলি ও তার পূর্ব গলির পাইকারী কাপড়ের প্রায় তিনশত কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের উপ পরিচালক আনোয়ারুল হকের নেতৃত্বে ৮৮ জন কর্মকর্তা অগ্নিনির্বাপণে অংশ গ্রহণ করে। ক্ষতির পরিমাণ এখনো পুরোপুরি জানা না যায় নাই।
মকবুল হোসেন মাধবদী নরসিংদী