সুমন পালঃ মাধবদীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। আজ ২৩ অক্টোবর সোমবার রাতে মাধবদীতে অবস্থিত গুরুত্বপূর্ণ শ্রী শ্রী গৌরনিতাই আখড়া ধাম ও শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের খোঁজ খবর নেন। পাশাপাশি পূজারীদের যেকোন প্রয়োজনে তাদের পাশে আছেন বলে আশ্বাস দেন। এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী শহর সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোজাম্মেল মিয়া, শ্রী শ্রী গৌর নিতাই আখড়া ধামের পূজা উদযাপন কমিটির সভাপতি কেশব সাহা, সহসভাপতি বিনয় দেবনাথ, সাধারণ সম্পাদক মাখন সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন ধর, সাংগঠনিক সম্পাদক দ্বিপক সাহা, পৌর কাউন্সিলর রাজিব আহমেদ, গৌতম ঘোষ, ফরিদা ইয়াসমিন, মায়া রানী দেবনাথ, মাধবদী পৌর পূজা উদযাপন কমিটির আহবায়ক অঞ্জন দেবনাথ, সদস্য সচিব সুরঞ্জিত ঘোষ বিকাশ, গৌর নিতাই আখড়া ধাম মন্দির কমিটির সাধারণ সম্পাদক দোলন সাহা, প্রণব কুমার সাহা লুটু, মাধবদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মাধবদী শহর শ্রমীকলীগের সভাপতি মোঃ ইকবাল হোসেন প্রধান, মাধবদী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা অপূর্ব প্রমূখ। এসময় দলীয় নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপস্থিত ছিলেন।