সুমন পালঃ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে "শেখ হাসিনা সরকার বার বার দরকার" এ প্রতিপাদ্যে
নরসিংদী সদরের পাইকারচর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক আলোচনা, লিফলেট বিতরণ ও প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। পাইকারচর ইউনিয়ন যুব সংঘের আয়োজনে আজ ৩০ সেপ্টেম্বর শনিবার বিকেলে বালাপুর ঈদগাহ সংলগ্ন মাঠে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নরসিংদী সদর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ আলী হোসেন শিশির(সিআইপি)।
পাইকারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ভিপি রিয়াজুল ইসলাম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, পাইকারচর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু হানিফ, আওয়ামী লীগ নেতা মোসলেম, সমাজ সেবক মোঃ জামান মিয়া, সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কাজের লিফলেট বিতরণ করেন নরসিংদী সদর আসন থেকে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মোঃ আলী হোসেন শিশির। খেলায় অংশগ্রহণ করেন আব্দুল গফুর একাদশ বনাম পাইকারচর ইউনিয়ন একাদশ। খেলার নির্ধারিত সময়ে ড্র হওয়ায় ট্রাইব্রেকারে পাইকারচর ইউনিয়ন একাদশ বিজয়ী হয়। উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।