এম. শরীফ হোসেন : মাধবদীর আমদিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে।
আমদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ও কেককাটার মধ্য দিয়ে বুধবার (২৮শে সেপ্টেম্বর) বাদ মাগরিব মাধবদীর আমদিয়া ইউনিয়নের সেরেন্দা প্রাইম সিটি অফিসে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জান্নাত কামনায় দোয়া পাঠ করেন আমদিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাব্বির আহমেদ আপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মাধবদী থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শ্রীকান্ত দাস মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আবু দাউদ মিয়া, ভিপি মোঃ রিপন মিয়া।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আমদিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাবেক সদস্য আরিফ মেম্বার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম পিন্টু সহ আমদিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীগণ।
আমদিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাব্বির আহমেদ আপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের শেষে আমদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের শুভেচ্ছান্তে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের উপলক্ষে কেককাটা হয়।