নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর ঐতিহ্যবাহী ফল লটকন ও অমৃত সাগর কলাকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে অন্তর্ভূক্তিকরনের লক্ষ্যে ডকুমেন্টশন ও আবেদন সম্পন্নকরণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৮ আগস্ট (সোমবার) সন্ধায় নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এই কার্যক্রম সম্পন্ন হয়। নরসিংদী জেলার পক্ষে আবেদন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। অপরদিকে আবেদন গ্রহন করেন ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টারের প্রেসিডেন্ট কাকলী তালকুদা।
এসময় নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ারসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান জানান, নরসিংদীর এই ঐতিহ্যবাহী ফল লটকন ও অমৃত সাগর কলা ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেলে পৃথিবীর বুকে একটি ব্র্যান্ড হিসেবে গণ্য করা হবে। এরফলে এই দুটি পণ্য বিশ্ববাজারে রপ্তানির মাধ্যমে বৈদশিক মুদ্রা অর্জিত হবে।