মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে মিতালী হোটেল নামে একটি নতুন খাবার হোটেলের শুভ উদ্বোধন হয়েছে। গত ২৩ আগস্ট আসর নামাজ বাদ মাধবদী পুরান বাসস্টেন্ড রাইন ওকে মার্কেটের সামনে আলী হোটেলে দোয়া মাহফিলের মাধ্যমে হোটেলটি উদ্বোধন করা হয়। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবদী বাজার বণিক সমিতির সহ-সভাপতি ও মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন ভূইয়া(ভিপি জসিম), পৌলানপুর ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদরাসার প্রভাষক মোঃ আবুল কাশেম, মাধবদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মুহাম্মদ মুছা মিয়া, সদস্য মোঃ আল আমিন, মোঃ হুমায়ুন কবীর ভূইয়া, মাধবদী বাজারের ব্যবসায়ী মোশাররফ হোসেনপ্রমূখ। মাধবদী বায়তুস শাকুর জামে মসজিদের ইমাম উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন। আলী হোটেলের সত্ত¡াধীকারী মোঃ কাউছার আহমেদ জানান হোটেলটিতে বাংলা খাবারসহ গ্রীল, নান রুটি, স্পেশাল নলি পাওয়া যাবে। কম দামে ভালো খাবার সার্ভিস দেওয়ার কথাও জানান।
মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫