নাসিম আজাদ,পলাশ প্রতিনিধিঃ দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের আওতাধীন, নরসিংদীর পলাশে চরসিন্দুর ইউনিয়নের ২০০ কর্মহীন পরিবার পেলেন মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী।
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের কারনে সরকার ঘোষিত বিধিনিষেধের ফলে কর্মহীন হয়ে পরা রিকশা, অটোরিকশা, বেনচালক ও সি এন জি চালক পরিবারগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
চরসিন্দুর ইউনিয়ন পরিষদের আয়োজনে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন ১৩ জুলাই মঙ্গলবার দুপুরে কমপ্লেক্স চত্বরে উপস্থিত থেকে এসব ত্রান সামগ্রী বিতরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখরুদ্দিন রাজী,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ শামীম,ইউনিয়ন পরিষদ সদস্য আরিফুল হক ও আলমগীর।
#