আমদিয়া প্রতিনিধি : সোমবার (১২ জুলাই) মান্যবর জ্রেলা পশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু নঈম মোহাম্মদ মারুফ খান মহোদয়ের সদয় নির্দেশনা অনুসারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বরাদ্দ প্রাপ্ত ১ম ও ২য় পর্যায়ের নির্মিত গৃহ পরিদর্শন করেন।
একই সাথে ভূমিহীন ও গৃহহীন পরিবারে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন, আমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূইয়া রিপন ও আমদিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।