এম নূরউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা, বিদ্যালয়ের হাইজিন কর্ণার উদ্বোধন, মেধাবৃত্তি প্রদান এবং ছাত্রীদের আত্মরক্ষার্থে কারাতে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯মার্চ) সকালে উপজেলার পৌর এলাকায় রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে নরসিংদী জেলা লেডিস ক্লাবের আয়োজনে ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা লেডিস ক্লাবের সভাপতি ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রিফাত আখতার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক তামান্না আফরিন উপজেলা মহিলা কর্মকর্তা ফাতেমা আক্তার, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান, রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা বেগম।
এসময় ডা. উম্মে হানি, এডিএম ফারাহ বিনতে রহমান, সদর এসিল্যান্ড ভাবি তাসমিয়া আমরিন, উপজেলা ইউএনও ভাবি ইনতেসার সামিন, এসিল্যান্ড ভাবি সায়মা আলম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।