সুমন পালঃ নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌর এলাকার ১২নং ওয়ার্ড চৌদ্দপাইকা ঋষিপাড়া এলাকায় পরকিয়া করে সন্তান নিয়ে পালিয়ে যায় স্বরলক্ষি রানী(শান্তা)(২৪)।
ঘটনার বিবরণে গুরু দাস জানায়, দীর্ঘদিন যাবত গোপনে পরকিয়া করে গত ১২ জানুয়ারি সন্ধ্যায় গুরু দাসের স্ত্রী শান্তা তার নিজ সন্তান তন্ময় দাস(০৭) কে নিয়ে অপূর্ব চন্দ্র দাস (২৯) এর সহিত পালিয়ে যায়। এসময় নগদ ২লক্ষ ২২ হাজার টাকা ও ২ভরি ৮আনি স্বর্ণালংকার নিয়ে যায়। পরবর্তীতে অনেক খুঁজাখুঁজি করে কোথাও না পেয়ে অপূর্ব দাসের মোবাইল ফোনে যোগাযোগ করিলে অপূর্ব জানায় আমার স্ত্রী শান্তার সঙ্গে কোন যোগাযোগ করার চেষ্টা করলে প্রাণে মেরে ফেলবে। বিষয়টি শ্বশুর বাড়ির লোকজনকে জানাইলে শান্তার মা ও বড় ভাই অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিবে বলে হুমকি প্রদান করে। আমি প্রতিবাদ করিলে আমাকে কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এখন তাদের দেয়া হুমকির কারণে আমি আতংকে আছি। স্বরলক্ষি রানী (শান্তা) শিবপুর থানার ভরতেরকান্দী গ্রামের নির্মল চন্দ্র দাসের মেয়ে অপরদিকে অপূর্ব চন্দ্র দাস একই এলাকার কেশব চন্দ্র দাস এর ছেলে।