সুমন পালঃ নরসিংদীর মাধবদীতে ভাই গিরিশচন্দ্র সেন গণপাঠাগারের নতুন ভবন ও গিরিশ বইগাড়ি উদ্বোধন করা হয়েছে আজ ২১ ডিসেম্বর বুধবার দুপুরে আটপাইকা উইজডম প্রিপারেটরী স্কুল প্রাঙ্গণে। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। ভাই গিরিশচন্দ্র সেন গণপাঠাগারের সভাপতি মোহাম্মদ শাহীনুর মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি আব্দুল মোতালিব পাঠান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখন ও শিক্ষাবিদ ড. রতন সিদ্দিকী, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, মাধবদী মার্চেন্ট এসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূইয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা ও শিক্ষানুরাগী শেখ মোহাম্মদ রুমন, নরসিংদী জেলা এডিসি(জেনারেল) মোস্তফা মনোয়ার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের বিশেষ কর্মসূচি মুজিব শতবর্ষে শত গ্রন্থাগারে "পড়ি বঙ্গবন্ধু বই, সোনার মানুষ হই" শীর্ষক পাঠ কার্যক্রমে অংশগ্রহণকারী সেরা পাঠকদের সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়।