সুমন পালঃ আজ ২০ নভেম্বর মধ্য রাতে পাঁচদোনা পুলিশ ক্যাম্প, ইনচার্জ ইউসুফ আহমেদ এর নেতৃত্বে মাধবদী থানাধীন আমদিয়ার ফয়সালের দু-চালা টিনের ঘরের ভিতর তাস্ দ্বারা টাকার বিনিময়ে জুয়া খেলছে এমন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৬ জুয়ারিকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতরা হল আমদিয়া এলাকার বৈলাইন মৃত মুলুক চান এর পুত্র কাউছার আহমেদ,সোনা মিয়া'র পুত্র আমির হোসেন, সাইফুল ইসলাম'র পুত্র মোঃ নাজমুল হোসেন,জহিরুল'র পুত্র মোঃ কাজল,আলী হোসেন'র পুত্র মোঃ জাকির হোসেন, মৃত হাসান আলী'র পুত্র মোঃ রমজান মিয়া।পুলিশ জুয়া খেলার বিষয়ে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করিলে তাহারা কোন সন্তোষ জনক জবাব দিতে পারে নাই বিধায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় অপরাধে আটককৃতদের বিজ্ঞ আদালতে মাধবদী থানার নন এফ আই আর প্রসিকিউশন নং-২২৮, তাং- ২০/১১/২০১২ ইং জুয়া আইনের ৪ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করে । সেই সাথে দুজন ওয়ারেন্ট ভুক্ত আসামীও কোর্টে প্রেরণ করা হয়।