প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২২, ৮:২১ এ.এম
মাধবদীতে নবধারা হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে নগদ বৃত্তি প্রদান
হুমায়ুন মিয়া নরসিংদী : 'শিক্ষার আলো ঘরে ঘরে জ্বাল। ' এই শ্লোগানে মুখরিত হয়ে মাধবদীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, নবধারা হাইস্কুলের উদ্যোগে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। সোমবার (১৭ অক্টোবর) নবধারা মডেল হাইস্কুল প্রাঙ্গণে সকাল ১০টা অনুষ্ঠান শুরু হয়। মুরাদ আফজাল প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাধবদী এসপি স্কুলের শিক্ষক ও মাধবদী পৌরসভার কাউনসিলর মোঃ হেলাল উদ্দিন (কমিশনার)। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব সৃজন আহম্মেদ, নবধারা মডেল হাইস্কুলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এম. এন.জসিমউদদীন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আনোয়ারা, নরসিংদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান কালাম প্রধান, সাংবাদিক হুমায়ুন কবির, অভিভাবকবৃন্দসহ স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি হেলাল উদ্দিন বলেন, এমন একটা মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হতে পেরে আমি আনন্দিত। কোমলমতি শিশুরা আগামীর বাংলাদেশ। তাদের কে সুশিক্ষায় শিক্ষিত করা আমাদের সবার দায়িত্ব। আজ যে মেধাবী ছাত্র-ছাত্রীরা সাধারণ গ্রেড ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তাদের জন্য তাঁর পক্ষ থেকে দোয়া ও শুভকামনা ও জানান। মোবাইল থেকে ছাত্র-ছাত্রীদের কে দূরে রাখতে এবং নৈতিক শিক্ষাকে প্রাধান্য দেওয়ার ও আহবান জানান তিনি। যে কোন প্রকার সহযোগিতার জন্য তার দরজা শিক্ষা প্রতিষ্ঠান গুলোর জন্য সব সময় ই খোলা থাকবে বলেও তিনি ঘোষণা দেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুরাদ আফজাল প্রামাণিক, হুমায়ুন কবির, সৃজন আহম্মেদ, মাহফুজুর রহমান কালাম,জসিম উদ্দিন সহ অভিভাবকবৃন্দ। বক্তৃতারা, নবধারা হাইস্কুলের এমন মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, মাধবদীতে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নবধারা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। পরে ২০১৯ খ্রিস্টাব্দে বৃত্তি প্রাপ্তদের মধ্যে ১২ জন কে সাধারণ গ্রেডে ও একজন কে টেলেন্টপুলে এককালীন নগদ অর্থ প্রদান করা হয়। এসময় ছাত্র -ছাত্রীরা আনন্দ অনুভূতি প্রকাশ করে সামনে সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করে।
Copyright © 2025 নরসিংদীর আওয়াজ. All rights reserved.