প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৩:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২২, ১০:০৬ এ.এম
নরসিংদীর কাঠালিয়ায় শ্রমিকদের ন্যায্য মজুরি বৃদ্ধির দাবীতে বিক্ষোভ সভাবেশ
সুমন পালঃ নরসিংদীর মধাবদী কাঠালিয়া ইউনিয়নে টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভ সভাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ দুপুর ১২টায় খড়িয়া বাজার বালুরমাঠে। এসময় বক্তরা বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও লোডশেডিং এর জন্য তাদের জিবনযাপন পরিচালনায় কষ্টসাধ্য হয়ে পরার কথা তুলে ধরে টেক্সটাইল মালিকদের কাছে তাদের মজুরি গজে ৫০পয়সা বৃদ্ধির দাবী জানান। তারা আরো বলেন আমাদের আশপাশের এলাকায় অবস্থিত মিলের শ্রমিকদের বেতন ও মজুরি বৃদ্ধি করা হয়েছে কিন্তু আমাদের এলাকায় করা হচ্ছে না। তাদের ন্যায্য দাবি মেনে না নিলে রাজপথে আন্দোলনের হুশিয়ারী দেন। এসময় শ্রমিকদের সাথে একাত্যতা প্রকাশ করে কাঠালিয়া ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, উপদেষ্টা রাকিবুর রহমান, সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, কাঠালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম উদ্দিন ভূইয়া প্রমুখ। বিক্ষোভ সমাবেশে কাঠালিয়া ইউনিয়নের শতাধিক টেক্সটাইল মিলের প্রায় দুই হাজার শ্রমিক অংশ নেয়।
Copyright © 2025 নরসিংদীর আওয়াজ. All rights reserved.