প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৩:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২২, ৬:২৫ এ.এম
পলাশ উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির পলাশ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলার দক্ষিণ দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পলাশ উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি কুমুদ রঞ্জন দেবনাথের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহা সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ভূইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শিক্ষক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকারিয়া ভূইয়া, শিক্ষক নেতা আলতাফ হোসেন রানা, মোঃ আমিনুল ইসলাম, মোঃ আজাদুর রহমান ও মোঃ শাহারুখ ইশতিয়াক সাকিব প্রমুখ। সম্মেলন শেষে উপজেলার দক্ষিণ দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সুলতান উদ্দিনকে সভাপতি, সান্তানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক ও পূর্ব ঘোড়াশাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির পলাশ উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়।
Copyright © 2025 নরসিংদীর আওয়াজ. All rights reserved.