মুহাম্মদ মুছা মিয়া: চাকুরী জাতীয়করণ, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি ও পে-স্কেলের দাবীতে বাংলাদেশ শিক্ষা কর্মচারী ঐক্য ফেডারেশন নরসিংদী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ জুলাই বাংলাদেশ শিশু একাডেমী নরসিংদীতে বেলা ১১টায় সংগঠনটির ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ইং অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৫১ জন সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়। নতুন কমিটিতে মোহাম্মদ আসাদুজ্জামান সভাপতি, মোঃ তৌহিদুল ইসলাম সাধারন সম্পাদক, মোঃ আমির হোসেন সাংগঠনিক সম্পাদক, মোঃ আমির হাসান বাদল অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. মশিউর রহমান মৃধা। উদ্বোধক হিসেবে ছিলেন আবেদ টেক্সটাইলের পরিচালক মোঃ মাহবুবুর রহমান মনির। প্রধান আলোচক হিসেবে ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোহাম্মদ আল আমিন রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষা কর্মচারী ঐক্য ফেডারেশন নরসিংদী জেলা শাখার আহŸায়ক মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশ শিক্ষা কর্মচারী ঐক্য ফেডারেশন নরসিংদী জেলা শাখার সদস্য সচিব মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, দক্ষিণ মির্জানগর আছমতেন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ শিক্ষা কর্মচারী ঐক্য ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোঃ কামরুজ্জামান মিজান, বাংলাদেশ শিক্ষা কর্মচারী ঐক্য ফেডারেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আজিজুল হক রাজাপ্রমূখ।