নরসিংদী প্রতিনিধিঃ জাতীয় বৃক্ষ মেলা ২০০২ সমাপনী অনুষ্ঠানে রবিবার (২৪ জুলাই) ঢাকার আগারগাঁও বনভবনে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৯ পেল নরসিংদীর শিবপুরের কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়। বন ও জলবায় পরিবর্তন মন্ত্রণালযয়ের মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা, ক্রেস্ট,সনদ ও ২০ হাজার টাকার চেক প্রদান করেছেন বিদ্যালযয়ের সভাপতি কাজী তোফাজ্জল হোসেন ও প্রধান শিক্ষক আওলাদ হোসেন সরকারের নিকট। বন অধিদপ্তরের 'ক' শ্রেণীর দ্বিতীয় পুরস্কার পেযয়ে আনন্দিত স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক আওলাদ হোসেন সরকার জানান, ২৫০ জাতের ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধন বৃক্ষরোপণ করে স্কুল পর্যাযয়ে পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখায় পুরস্কার অর্জন করেছেন কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়। ২০১৪ সালে তিনি প্রধান শিক্ষক হিসাবে প্রতিষ্ঠানে যোগদানের সময় স্কুলটি নড়বডয়ে ছিল। ২০১৫ সালে বিদ্যালয় শ্রেণীকক্ষের অভাবে গাছ তলায় শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হতো, স্কুললের ছাত্র-ছাত্রদের নিয়ে গোলা আকাশের নিচে ক্লাস করার সময় হঠাৎ শিবপুরের সংবাদিক খোরর্শেদ ও মোহনা টিভির জেলা প্রতিনিধি মাহাবুবুর রহমান ভাই আমার স্কুলে আসে বিষয়টি নিয়ে মোহনা টিভিতে সংবাদ প্রচার করে। সংবাদ প্রচারের পর বিদ্যালয়টিতে একাধিক নতুন ভবন নির্মাণ হয়েছে। এজন্য আমি খোরর্শেদ ও মোহনা টিভির জেলা প্রতিনিধি মাহাবুুবুর রহমান ভাইয়ের প্রতি কৃজ্ঞতা জানাই। তাছাড়া পরিবেশের পাশাপাশি ছাত্র-ছাত্রীর পরীক্ষার ফলাফলও ভালো হচ্ছে।