মকবুল হোসেন মাধবদী নরসিংদী প্রতিনিধি ঃ:
নরসিংদী সদর উপজেলার মাধবদীতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নুরালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম ফয়সালের নেতৃত্বে বিশাল শুভাযাত্রা অনুষ্ঠিত হয়। শুভাযাত্রার লক্ষে দুপুর ১টা থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতকর্মীদের নেতৃত্বে নুরালাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড নওপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে একত্রিত হয়। মিলিত স্থান থেকে বিকাল ৩টায় প্রায় একশত গাড়ি করে প্রায় ২ হাজার নেতাকর্মী নিয়ে নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নুরালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম ফয়সালের নেতৃত্বে বিশাল শুভাযাত্রাটি মাধবদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী সদর উপজেলা আওয়ামীলীগের এক সভায় যোগদান করেন। বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনী উপলক্ষে নরসিংদী সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী নরসিংদী সদর আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম হিরু(বীর প্রতীক)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।