সুমন পালঃ নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমদিয়া বাজার বালুর মাঠে পাঁচদোনা টু ডাঙ্গা রোডের সিএনজি চালকদের সাথে পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ট্রাফিক আইন নিয়মাবলি সম্পর্কে সিএনজি মালিক, শ্রমিক ও চালকদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভার ব্যানারে ১১ জুন শনিবার বিকালে আমদিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার হেলালউদ্দিনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আল-আমীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
শহর যানবাহন(প্রশাসন) সাখাওয়াত হোসেন । মতবিনিময় সভায় সিএনজি মালিক শ্রমিক ও চালকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হেকমত আলী, আখতারুজ্জামান, গিয়াসউদ্দিন। বক্তারা তাদের বক্তব্যে সিএনজি চালকদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এসময় উপস্থিত পুলিশের উর্ধতন কর্মকর্তারা সিএনজি মালিক শ্রমিক ও চালকদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং চালকদের প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় আইনি দিকনির্দেশনা প্রদান করেন এবং সুশৃঙ্খলভাবে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন।
##