সুমন পালঃ নরসিংদী ড্রিম হলিডে পার্কে জাক জমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিন ব্যাপী নরসিংদী কেন্দ্রীয় সেচ্ছাসেবী ফোরামের বিজয়ের ৫০ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল হইতে নরসিংদী কেন্দ্রীয় সেচ্ছাসেবী ফোরামের মহতি এই অনুষ্ঠানে সেচ্ছাসেবী ফোরামের সভাপতি মাহাবুবুর রহমান মনির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর কৃতি সন্তান বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আব্দুল মতিন, সেচ্ছাসেবী ফোরামের সদস্য সচিব আল আমিন রহমান, ড্রিম হলিডে পার্কের স্বত্তাধিকারী বাবু প্রবীর কুমার সাহা, উপদেষ্টা ড.মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, রমনী গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন ভূইয়া লিটন, উপদেষ্টা রাসেল বিন হাসনাত, এডভোকেট শহিদুল্লাহ, আবদুল্লাহ আল রাসেল সহ আরো অনেকে । নরসিংদী কেন্দ্রীয় সেচ্ছাসেবী ফোরাম মূলত জেলার ছয়টি উপজেলা নিয়ে একযোগে কাজ করে যাচ্ছে। বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে নরসিংদী পাঁচদোনা ড্রিম হলিডে পার্কে মিলন মেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজয়ের পঞ্চাশ বছর উপলক্ষে ছয় উপজেলার ৩১১ টি সামাজিক সংগঠনের মোট ৬৯৭৫ জন সেচ্ছাসেবী অংশ গ্রহন করেন। এই সংগঠন গুলো যার যার অবস্থানে থেকে সমাজের অসহায় মানুষের পাশে থাকে। তারা বিভিন্ন সময় রক্ত দিয়ে, টাকা দিয়ে, পরিবেশ রক্ষায়, বৃক্ষ রোপন করে, বন্যাত্বদের ত্রাণ দিয়ে, গরীব অসহায়দের ঘর নির্মাণ, বেকার যুবকদের কর্ম সংস্থান করে নজির স্থাপন করেছেন। এই সংগঠনটিকে সারা বাংলাদেশের সেরা সংগঠনে পরিণত করেছেন এক ঝাঁক তরুন শিল্প উদ্যোক্তা এই সংগঠনটিকে ধারক বাহক হিসেবে কাজ করে যাচ্ছে । নরসিংদীর সমাজ ব্যবস্থাকে আমূল পরিবর্তন করতে বিরতীহীন কাজ করে যাচ্ছে সেচ্ছাসেবী ফোরা।
##