দ্যা লাইট অব হোপ, শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে এতিম শিশুদের মাঝে ইফতার এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) মালিবাগে অবস্থিত মদীনাতুল উলূন ইসলানীয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এ ইফতার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এই প্রোগ্রামটির মূল পরিকল্পনাকারী ছিলেন জেসিআই ঢাকা ইয়াংয়ের ভাইস প্রেসিডেন্ট সামিয়া রহমান এবং সার্বিক সহযোগিতায় ছিলেন জেনারেল লিগ্যাল কাউন্সিল শামী মাহমুদ খান। এসময় জেসিআই ঢাকা ইয়াংয়ের সদস্যবৃন্দ তাদেরকে নিয়ে একসাথে ইফতার করেন। ইফতার পরবর্তী সময়ে এতিম শিশুদের মাঝে বেশ কিছু পবিত্র কোরআন শরীফ, জায়নামাজ, টুপি, হিজাব সহ আরো কিছু সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও বুধবার (২৭শে এপ্রিল) অসহায় মানুষদের মাঝে প্রায় ৩০০ প্যাকেট ইফতার বিতরণ করা হয়। যেটার বাস্তবায়নে ছিলেন জেসিআই ঢাকা ইয়াংয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাবেয়া নাসির অভি এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সেক্রেটারি জেনারেল রাজন জাহিদ। এবং তার সাথে নরসিংদী জেলায় জেসিআই ঢাকা ইয়াং এর পক্ষ থেকে ৪০ টা ফ্যামিলিকে নগদ টাকা ঈদ উপহার প্রদান করা হয় এবং ১৩০ জনকে ঈদ বাজার উপহার দেয়া হয়েছে। এ প্রোগ্রামটি বাস্তবায়নে ছিলেন মোঃ তকিব হোসেন, জেনারেল মেম্বার অফ জেসিআই ঢাকা ইয়াং। এসময় জেসিআই ঢাকা ইয়াং এর সম্মানিত লোকাল প্রেসিডেন্ট জনাব এস এম মুক্তাদিরুল হক এ বক্তব্যে বলেছেন, "প্রতি বছরের মত এইবারও আমাদের প্রচেষ্টা ছিল অসহায়দের পাশে থাকতে। তারা নিপিড়ীত, অবহেলিত। সমাজের প্রতিটা মানুষ যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে যায় তাহলে সমাজ হয়ে উঠবে আলোকিতময়। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের স্বেচ্ছাসেবামূলক সংগঠন। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের দুই হাজারেরও বেশি সদস্য রয়েছেন।