মুহাম্মদ মুছা মিয়া , মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর মাধবদী পাঁচদোনার একটি মোবাইল ফোন বিক্রির দোকান থেকে প্রায় ১৫ লক্ষ টাকার মোবাইল চুরির ঘটনা ঘটেছে। আজ সকাল ৭টায় পাঁচদোনা মোড় মুক্তিযোদ্ধা আঃ হাই মার্কেটের একটি দোকান থেকে তালা ভেঙ্গে ১১২টি মোবাইল ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায় চোর চক্রটি। এবিষয়ে মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মোবাইল দোকানের মালিক মোঃ শাহিন মিয়া অভিযোগে উল্লেখ করেন আজ ১৬ এপ্রিল সকাল আনুমানিক ৬.৫০-৭.১৫ ঘটিকার মধ্যে আমার পাঁচদোনা মোড় মুক্তিযোদ্ধা আঃ হাই মার্কেটের মোবাইল দোকান থেকে কে বা কারা তালা ভেঙ্গে ১১২টি মোবাইল ও নগদ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। যাহার বর্তমান বাজার মূল্য ১৫ লক্ষ টাকা।
মোবাইল চুরির ঘটনা সম্পর্কে মাধবদী থানার আওতাধীন পাঁচদোনা বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই ইউসুফের কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে মামলার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।
মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।