সুমন পালঃ
সরকারী খাতে রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীর মাধবদী পৌরসভা কর মেলার আয়োজন করেছে মাধবদী মহা বিদ্যালয় মাঠে আজ ১৬মার্চ বুধবার। মাধবদী পৌরসভার ১২টি ওয়ার্ডে তিন ধাপে কর মেলার আয়োজন করা হয়। (১,১০,১১ ও ১২)নং ওয়ার্ডের কর মেলার উদ্বোধন করেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মো: মোশাররফ হোসেন প্রধান মানিক। এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী মহা বিদ্যালয়ের অধ্যক্ষ দিলীপ কুমার চক্রবর্তী, পৌর সচিব মো: মনিরুজ্জামান, পৌর কাউন্সিলর জাকির হোসেন, নওশের আলী, বাবুল ভূইয়া, কর নির্ধারক আতাউর রহমান, কর আদায়কারী মোগল হোসেন, সহকারী কর আদায়কারী সাহাদাত হোসেন রিপন, মো: আলমগীর হোসেন মাহমুদ, মো: হানিফ শিকদার প্রমুখ। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ কর মেলা। এ দিকে মেলায় কর প্রদান করলে হাল সনের ট্যাক্স এর উপর ১০% ছাড়, বকেয়া পৌর করের উপর সারচার্জ মওকুফ, এছাড়াও রয়েছে বকেয়া পৌর করের উপর বিশেষ ছাড় সুবিধা।