মকবুল হোসেন মাধবদী নরসিংদী প্রতিনিধিঃ
মাধবদীর আমদিয়া ইউনিয়নের ভূইয়ম গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল রশিদ মিয়ার ছেলে কাইয়ুম হত্যার দ্রুত বিচার ও ফাঁসি দাবী করলো বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। শুক্রবার (০৪ ফেব্রুয়ারি ২০২২)বেলা ১২টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর কেন্দ্রীয় সংসদ নেতৃবৃন্দ নিহত কাইয়ুমের পিতা বীর মুক্তিযোদ্ধা আবদুল রশিদ মিয়ার বাড়িতে উপস্থিত হয়ে তাদেরকে ন্যায় বিচারে পাশে থাকার আশ্বাস দেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়ে বক্তারা বলেন, কাইয়ুম হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনুন এবং তাদের ফাঁসি কার্যকর করুন। তারা মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের অভিভাবক হিসেবে উল্লেখ করেন। এসময় নিহতের পিতা বীর মুক্তিযোদ্ধা আবদুল রশিদ মিয়া, মা, বড় ভাই এবং নিহতের স্ত্রী কাইয়ুম হত্যায় জড়িতদের খুজে বের করে ফাঁসি কার্যকরের অনুরোধ জানান সরকার ও প্রশাসনের প্রতি। কান্নাজড়িত বক্তব্যে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ন্যায় বিচারের আহবান জানান। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোলাইমান মিয়া, মহাসচিব মোঃ শফিকুল ইসলাম বাবু, ভাইস চেয়ারম্যান এস এম আপেল মাহমুদ সহ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় জনসাধারণ ও হত্যাকান্ডের রহস্য উদঘাটন সহ আসামীদের দ্রুত গ্রেফতার করে ন্যায় বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান। উল্লেখ্য যে, গত রবিবার (৩০ জানুয়ারি ২০২২) রাতে সন্ত্রাসিরা তাকে গলাকেটে নির্মম ভাবে হত্যা করে।