নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ আগামী ২২ জানুয়ারী বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নরসিংদী জেলা শাখার সন্মেলনকে সার্থক করার লক্ষ্যে পলাশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক বর্ধিত সভা শনিবার (১জানুয়ারী)বিকেলে পলাশ বাসস্ট্যান্ড উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির মনির।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পলাশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, নরসিংদী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দীন মোহাম্মদ দীপু,সাধারণ সম্পাদক বাবু রঞ্জন কুমার সাহা,সন্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক এনায়েত উল্লহ ও সদস্য সচিব কামরুজ্জামান সানি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পলাশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক বি এম আওলাদ হোসেন ভূইয়া শেখর, সাংগঠনিক সম্পাদক নাসিম আজাদ, সামসাদ আলম কৌশিক আহমেদ নয়ন ও সায়েদুল আলম মাসুম প্রমুখ।
#
নাসিম আজাদ
০১.০১.২০২২
পলাশ, নরসিংদী।